Home জাতীয় ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র দাখিল

ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র দাখিল

0
ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র দাখিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর, জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ , চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা এনসিপি’র আহবায়ক অহিদ ফয়সাল প্রমুখ।
সাংবাদিকদের অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত রাখতে বদ্ধপরিকর। জনগণের ভোটে নির্বাচিত হলে ইনসাফ ও কল্যানের জন্য জামায়াতে ইসলামীসহ ১২ দল কাজ করবে। চরফ্যাশন ও মনপুরায় বেকার সমস্যা সমাধান করবো, মাদকমুক্ত করবো, নদীভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নিবো। শিক্ষা বান্ধব এলাকা গড়ে তুলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here